প্রতিবেদন : মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবারই আইএফএ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল, গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। সেই মতো সোমবার ইস্টবেঙ্গল মাঠে লাল-হলুদের ফুটবলারদের হাতে গতবারের লিগের ট্রফি তুলে দেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
এর পর ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে এবারের কলকাতা লিগও চ্যাম্পিয়ন হলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, পিভি বিষ্ণু, জেসিন টিকেরা। ম্যাচটা ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। কিন্তু বিনো জর্জের ছেলেরা জিতেই উৎসবে মাতলেন। জোড়া লিগ জয়ের বাঁধভাঙা আনন্দে সামিল হলেন লাল-হলুদ সমর্থকরাও। গ্যালারিতে জ্বলল মশাল। বাজি ফাটল একের পর এক। সব মিলিয়ে যেন আগাম দীপাবলি ইস্টবেঙ্গল মাঠে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু একের পর এক গোলের সুযোগ নষ্ট হচ্ছিল। সুযোগ কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই পাঁচ গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল লাল-হলুদের। অবশেষে ৩৮ মিনিটে প্রথম গোল। সায়নের জোরালো শট ইউনাইটেডের গোলকিপার আংশিক সেভ করলে, ফিরতি বল জালে জড়ান ডেভিড। বিরতির ঠিক আগে সায়নের শট পোস্টে লেগে ফিরে না এলে, তখনই ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছিল ইউনাইটেড। অন্যদিকে, সায়নরা কিছুটা হলেও আত্মতুষ্টিতে ভুগতে শুরু করেন। সেই সুযোগে ৮৮ মিনিটে ১-১ করে দেয় ইউনাইটেড। ডানদিক থেকে ইস্টবেঙ্গল বক্সে ক্রস ভাসিয়েছিলেন শ্রীনাথ। হেডে গোল করে যান অমিত বসাক। তবে এক মিনিটের মধ্যেই ২-১ করে ফেলে ইস্টবেঙ্গল। গুইতের শট রুখে দিয়েছিলেন ইউনাইটেড গোলকিপার। কিন্তু ফিরতি বল চমৎকার প্লেসিংয়ে জালে জড়ান শ্যামল বেসরা। আর এই গোলেই লাল-হলুদের জয় নিশ্চিত হয়ে যায়। এই নিয়ে ৪১ বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। দেবীপক্ষের শুরুতেই জোড়া ট্রফি ঢুকল লাল-হলুদ তাঁবুতে।