সোমবার রাত থেকে তুমুল বৃষ্টি কলকাতা (Kolkata) সহ শহরতলিতে। কলকাতার বেশিভাগ অংশ এখন জলের তলায়। একাধিক বাড়ি, আবাসনের ভিতরে জল। এই বৃষ্টিতে রেল লাইনও জলমগ্ন। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে বাতিল হয়েছে একাধিক ট্রেন। রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। বারুইপুর স্টেশন থেকে সকাল ৫.০৮ মিনিটে একটি আপ শিয়ালদহ লক্ষীকান্তপুর লোকাল ছাড়লেও তারপর থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং ও বজবজ লাইনের রেল যাত্রীরা মাঝপথেই দুর্ভোগের মধ্যে পড়েছে।
আরও পড়ুন-পুজো এসে গেল, ভোটও আসছে
অন্যদিকে টিকিয়াপাড়া কারশেডে জল জমেছে। রেল লাইনে জল জমায় কার্যত বিপর্যস্ত ট্রেন চলাচল। দূরপাল্লার ট্রেনগুলি হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না তাই বিভিন্ন স্টেশনে দাঁড় করানো হয়েছে। সূত্রের খবর, হাওড়া-পুরী এবং হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন হাওড়া থেকে নির্ধারিত সময়ে ছাড়েনি। এই ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত। কোনওক্রমে দু’ একটি লোকাল ট্রেনকে হাওড়া স্টেশন পর্যন্ত আনার চেষ্টা করা হচ্ছে রেলের তরফে। শালিমার স্টেশনে সিগন্যাল সিস্টেম খারাপ হয়ে গিয়েছে তাই সেখানে পরিষেবা ব্যাহত। আপাতত সিগন্যাল সারানোর কাজ চলছে।
আরও পড়ুন-ডায়াবেটিস রুখতে নীরব বন্ধু
আজকের জন্য বাতিল আপ হাজারদুয়ারি এক্সপ্রেস, শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস, শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ, চিৎপুর ইয়ার্ড ও লাইনে জল জমে যাওয়ায় চক্ররেল বন্ধ। হাওড়া থেকে পুরী, এনজেপি যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশন ছাড়েনি। হাওড়া রাঁচি শতাব্দী, গণদেবতা, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়েনি, হাওড়া-মশাগ্রাম, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-হরিপালগামী একাধিক লোকাল ট্রেন বাতিল, বহু লোকাল, দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে।