চলতি বছর বৃষ্টির অবিরাম ধারায় ভিজছে শহর থেকে গ্রাম। তবে এর মাঝেও থেমে থাকেনি উৎসবের আমেজ। আজ মঙ্গলবার দ্বিতীয়ার শুভ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের কথা ও সুরে ইন্দ্রনীল সেনের গাওয়া একটি গান পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন। তিনি লিখলেন,
“তুমি মা মুক্তি
তুমি মা স্বস্তি
তুমি মা সর্বং স্বাহা…”
সকলকে জানাই দ্বিতীয়া’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা আর একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”
আরও পড়ুন-বৃষ্টিতে ব্যাহত হাওড়া-শিয়ালদহ ডিভিশনের রেল পরিষেবা
প্রসঙ্গত, শহর ও গ্রামের একাধিক পুজো মণ্ডপে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনের পালা। মুখ্যমন্ত্রীর হাত ধরে মহালয়ার দিন থেকেই সেই সূচনা মনে করিয়ে দিচ্ছে বার বার যে শারদ উৎসব শুধু ধর্মীয় নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য মিলনক্ষেত্র।