আজ কলকাতার পুজো উদ্বোধন স্থগিত মুখ্যমন্ত্রীর, মনিটার করবেন দুর্যোগজনিত পরিস্থিতি-প্রশাসনের কাজ

Must read

কলকাতায় অস্বাভাবিক মেঘভাঙা বৃষ্টি। বিপর্যস্ত শহর। আকস্মিক প্রবল বর্ষণে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে মঙ্গলবার অর্থাৎ দুর্গাপুজোর দ্বিতীয়ায় কলকাতার সব নির্ধারিত পুজো উদ্বোধন স্থগিত করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)। আজ নিজে গোটা দুর্যোগজনিত পরিস্থিতি ও প্রশাসনের কাজ মনিটার করবেন।

আরও পড়ুন-রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত মহানগর: নিহতদের পরিবারকে সমবেদনা-ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগামীকাল পরিস্থিতি ঠিক থাকলে বুধবার কলকাতার পুজোগুলি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী (CM Mamata banerjee)। আজ জেলার নির্ধারিত পুজো, যেখানে দুর্যোগ হয়নি, সমস্ত কিছু ঠিক আছে, মুখ্যমন্ত্রী নিজ বাসভবন থেকে সেগুলি ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

এখনও পর্যন্ত কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা ৬। এহেন পরিস্থিতিতে সিইএসসি-র ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের প্রশাসনিক প্রধান। বিপর্যয়ের জেরে আজ থেকেই স্কুল ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Latest article