জলমগ্ন কলকাতায় রাস্তায় তৃণমূল নেতৃত্ব, শুনলেন মানুষের অসুবিধার কথা

Must read

কয়েকঘণ্টার বৃষ্টিতেই জল থইথই তিলোত্তমা। রেকর্ড বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। জলে ডুবে রয়েছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তায় নেই কোনও পরিবহণ। অটো, রিক্সাই ভরসা। এর মধ্যে জলমগ্ন রস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দেখছেন মানুষের সুবিধা-অসুবিধা। মানুষের কষ্টের কথা শুনছেন।

নিজের এলাকায় সকাল থেকেই রয়েছেন তৃণমূলের উত্তর কলকাতার যুব সভাপতি ও জনপ্রতিনিধি শান্তি রঞ্জন কুন্ডু। রাস্তায় নেমে মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এদিন সকাল থেকে রাস্তায় রয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-আজ কলকাতার পুজো উদ্বোধন স্থগিত মুখ্যমন্ত্রীর, মনিটার করবেন দুর্যোগজনিত পরিস্থিতি-প্রশাসনের কাজ

শান্তি রঞ্জন কুন্ডু জানিয়েছেন, ভোর ৪টে থেকে আমি রাস্তায়। সিইএসসি-র থেকে কোনও সাহায্য পাইনি। সকাল থেকে জল সামান্য নেমেছে। অনেকক্ষণ পাম্পিং স্টেশনে ছিলাম। জলটা নেমে গেলে ভালো হয়। মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে।

Latest article