কাঁথিতে মহিলা সংঘের নির্বাচনে এবার বিরোধীদের হারিয়ে তৃণমূলের বড় জয়

Must read

সংবাদদাতা; কাঁথি : কাঁথিতে মহিলা সংঘের নির্বাচনে জয়ী হল তৃণমূল। মঙ্গলবার কাঁথি ১ ব্লকের বাদলপুর সাথী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির ১৩ আসনে প্রতিনিধি নির্বাচন ছিল। তৃণমূল (TMC) ৯টি আসনে জয়ী হয়েছেন। বাকি চারটি আসন পায় বিরোধীরা। এই নির্বাচনে জয়ের পর তৃণমূলের কর্মী-সমর্থকেরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। জানা গিয়েছে, কাঁথি ১ ব্লকের ৮টি অঞ্চলের মধ্যে ৬টি অঞ্চলেই সংঘ নির্বাচনে জয়ী হয় তৃণমূল। তৃণমূলের (TMC) এই বিপুল সাফল্যে ব্লক তৃণমূল সভাপতি সুনীত পট্টনাযয়েক বলেন, আমাদের নেত্রী মহিলাদের জন্য যেভাবে উন্নয়ন করেছেন তাতে বাংলার মহিলারা সব নির্বাচনেই তৃণমূলকে ঢেলে আশীর্বাদ করছেন। এই নির্বাচনেও তার হাতেনাতে প্রমাণ মিলেছে।

আরও পড়ুন-জলমগ্ন কলকাতায় রাস্তায় তৃণমূল নেতৃত্ব, শুনলেন মানুষের অসুবিধার কথা

Latest article