প্রবল বৃষ্টি, যানজট, ব্যাহত বিমান, মেট্রো থেকে রেল পরিষেবা, বন্ধ হল চক্ররেলে

Must read

প্রতিবেদন : সোমবার রাতভর কয়েক ঘণ্টার নজিরবিহীন বৃষ্টি (heavy rain)। বৃষ্টিতে জলমগ্ন শহরের রাস্তাঘাট। বাড়ি, আবাসনের ভিতরে জল। জলে ডুবেছে রেল লাইনও। কলকাতা বিমানবন্দরেও বৃষ্টির প্রভাব। ব্যাহত বিমান পরিষেবা। রেল লাইন ডুবে গিয়ে শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে বাতিল হয়েছে একাধিক ট্রেন। ব্যাহত রেল পরিষেবা। সাময়িক ভাবে বন্ধ হলেও ফের চালু হয়েছে মেট্রো পরিষেবা। অবশ্য বন্ধ রয়েছে চক্ররেল। সড়কপথে বিপুল যানজট। সবমিলিয়ে নিতান্ত প্রয়োজনে যাঁরা বেরিয়েছেন, তাঁদের নাজেহাল অবস্থা।

শহরের একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় যান চলাচল বিপর্যস্ত। অনেক গাড়ি মাঝপথে জল ঢুকে খারাপ হয়ে যায়। তাতে যানজট আরও বেড়েছে। হাওড়াতেও ব্যাপক প্রভাব পড়েছে। বাস খুবই কম চলছে। গাড়ির গতিও কম।

আরও পড়ুন-কাঁথিতে মহিলা সংঘের নির্বাচনে এবার বিরোধীদের হারিয়ে তৃণমূলের বড় জয়

কলকাতা বিমানবন্দরে সকাল থেকে একাধিক উড়ান সময়ে উড়তে পারেনি। কর্মীরাও জলের কারণে এয়ারপোর্টে পৌঁছাতে নাজেহাল। বিশেষ করে পাইলট ও বিমানকর্মীরা আসতে না পারায় তিনটি বিমান বাতিল করা হয়েছে। বিমান পরিষেবায় তার বড় প্রভাব পড়েছে। পুনা থেকে কলকাতাগামী একটি বিমানকে ভুবনেশ্বরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে সকালেই বন্ধ হয়। বারুইপুর স্টেশন থেকে সকাল ৫.০৮ মিনিটে একটি আপ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়লেও তারপর থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং ও বজবজ লাইনের রেল যাত্রীরা মাঝপথে আটকে যান। অন্যদিকে, টিকিয়াপাড়া কারশেডে জল জমেছে। রেল লাইনে জল জমায় বিপর্যস্ত ট্রেন চলাচল। দূরপাল্লার ট্রেনগুলি হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না। বিভিন্ন স্টেশনে দাঁড় করানো হয়েছে। হাওড়া-পুরী এবং হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন হাওড়া থেকে নির্ধারিত সময়ে ছাড়েনি। এই ডিভিশনে লোকাল ট্রেন পরিষেবাও ব্যাহত। কোনওক্রমে দু’একটি লোকাল ট্রেনকে হাওড়া স্টেশন পর্যন্ত আনার চেষ্টা করা হচ্ছে। শালিমার স্টেশনে সিগন্যাল সিস্টেম খারাপ হয়ে গিয়েছে। সেখানেও পরিষেবা ব্যাহত। আপাতত সিগন্যাল সারানোর কাজ চলছে। আজকের মতো বাতিল করা হয়েছে আপ হাজারদুয়ারি এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস। হাওড়া-রাঁচি শতাব্দী, গণদেবতা, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ছাড়েনি। হাওড়া-মশাগ্রাম, হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-তারকেশ্বর, হাওড়া-হরিপালগামী একাধিক লোকাল ট্রেন বাতিল। বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন আটকে রয়েছে বিভিন্ন স্টেশনে।

এছাড়া চিৎপুর রেল ইয়ার্ড ও লাইনে জল জমে যাওয়ায় চক্ররেলও বন্ধ। সাতসকালে টানেলে জল জমে যাওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবাও। মেট্রোর তরফে জানানো হয়ে ছিল যাত্রী-নিরাপত্তার স্বার্থে পরিষেবা বন্ধ আছে। এরপর যুদ্ধকালীন তৎপরতায় পাম্প বসিয়ে জল বের করা হয়। তারপর সকাল সাড়ে এগারোটার পর দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং ওদিকে শহিদ ক্ষুদিরাম থেকে সূর্য সেন পর্যন্ত পরিষেবা চালু হয়। তবে গ্রিন, ইয়েলো ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে।

Latest article