বিদেশি নীতি নিয়ে প্রতিবাদ বাগানের

ফেডারেশন সভাপতির চেয়ারে বসে গত কয়েক বছরে নানা দুর্নীতির পান্ডা কল্যাণ। অচলাবস্থা তৈরি করে ভারতীয় ফুটবলকে বেকায়দায় ফেলেছেন।

Must read

প্রতিবেদন : সুপার কাপ শুরুর আগেই ফেডারেশনের সঙ্গে লেগে গেল মোহনবাগানের। টুর্নামেন্টে ছয় বিদেশি খেলানোর নিয়ম জানিয়ে মঙ্গলবার অংশগ্রহণকারী ১৬টি দলকে চিঠি পাঠিয়েছে এআইএফএফ। সেখানে লেখা হয়েছে, সুপার কাপে ছয় বিদেশি খেলানো যাবে। ছয় বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করিয়ে ছ’জনকেই খেলানোর কথা দলগুলোকে জানানো হয়েছে। চিঠি পাওয়ামাত্রই কল্যাণ চৌবেদের ‘বিদেশি-নীতি’র বিরুদ্ধে প্রতিবাদপত্র পাল্টা মেল করে পাঠিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।

আরও পড়ুন-ইমরানের ‘টোটকা’ দায়িত্ব চান শোয়েব

এআইএফএফ সভাপতিকে পাঠানো চিঠিতে মোহনবাগান লিখেছে, অনেক আগেই ফেডারেশনকে চিঠি দিয়েছিলাম, বিদেশি ফুটবলার কমানোর পক্ষে আমরা। কারণ, স্বদেশি ফুটবলার উঠছে না। আমাদের অবস্থান একই রয়েছে। ভারতীয় ফুটবলের স্বার্থে চার বিদেশি খেলানোর নিয়ম যেমন আইএসএলে রয়েছে, সেটাই থাকুক সুপার কাপে। ফেডারেশন সভাপতির চেয়ারে বসে গত কয়েক বছরে নানা দুর্নীতির পান্ডা কল্যাণ। অচলাবস্থা তৈরি করে ভারতীয় ফুটবলকে বেকায়দায় ফেলেছেন। শুরুতে ক্ষমতায় এসে বড়মুখ করে ফেডারেশন সভাপতি বলেছিলেন, ভারতীয় ফুটবলের স্বার্থে বিদেশি কমাবেন। এখন নিজের সিদ্ধান্তের উল্টোপথে হেঁটে সুপার কাপে বেশি বিদেশি খেলাতে চাইছেন। এরই প্রতিবাদ মোহনবাগানের। বৃহস্পতিবার বিকেল ৪টের সময় হবে সুপার কাপের ড্র।

Latest article