বিশ্রামেই বুমরা? আজ ফিরতে পারেন অর্শদীপ

কোচ গম্ভীরের জন্য একটা সমস্যা তৈরি হয়েছে টিম কম্বিনেশন নিয়ে। জনা দুয়েক ক্রিকেটারের নাম আসছে যারা বাংলাদেশ ম্যাচে বাদ পড়তে পারেন।

Must read

দুবাই, ২৩ সেপ্টেম্বর : বুধবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে যে দুটি দল মুখোমুখি হচ্ছে, তারা আগের ম্যাচে জিতেছে। কিন্তু তারপরও ভারতকেই অনেক এগিয়ে রাখতে হচ্ছে। যেহেতু এশিয়া কাপে সূর্যের দলকে অপ্রতিরোধ্য লাগছে।
বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে শেষ ওভারে হারিয়েছে। ভারত অবশ্য পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি। আজ বাংলাদেশকে হারাতে পারলে সূর্যরা ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবেন। আর এরকম কিছু হতে পারে সেটা প্রথম থেকে আন্দাজ করা যাচ্ছিল। এখন এটা দেখার যে সূর্যেরা ফাইনালে উঠলে তাঁদের প্রতিপক্ষ কে হয়।

আরও পড়ুন-বিদেশি নীতি নিয়ে প্রতিবাদ বাগানের

কোচ গম্ভীরের জন্য একটা সমস্যা তৈরি হয়েছে টিম কম্বিনেশন নিয়ে। জনা দুয়েক ক্রিকেটারের নাম আসছে যারা বাংলাদেশ ম্যাচে বাদ পড়তে পারেন। বুমরাকে অবশ্য এখন বেছে বেছে ম্যাচ খেলতে হয়। ফলে এই ম্যাচে তাঁকে বাদ অথবা বিশ্রাম দেওয়ার কথা উঠছে। বুমরা এশিয়া কাপে একদমই প্রভাব ফেলতে পারছেন না। পাকিস্তান ম্যাচে ৪ ওভারে ৪৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। ফলে তাঁর জায়গায় অর্শদীপ সিংকে খেলানোর দাবি উঠেছে। তিনি ওমান ম্যাচে শুধু ভাল বল করেননি, একমাত্র ভারতীয় হিসাবে টি ২০ ক্রিকেটে ৬৪ ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন।
সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে জিতেশ শর্মাকে খেলানোর কথাও ভাবা হচ্ছিল। সঞ্জু এই টুর্নামেন্টে একদম ছন্দে নেই। পাকিস্তান ম্যাচে রান তাড়া করার সময় তিনি ১৭ বলে ১৩ রান করেছেন। ওমান ম্যাচে অবশ্য তিনে নেমে ৪৪ বলে ৫৬ রান করেছেন। কিন্তু সেটা সঞ্জু-সুলভ হয়নি। কোথায় যেন ব্যাটিংয়ে তাল কেটে গিয়েছে। তবে একটা জিনিস সঞ্জুর দিকে যেতে পারে। কোচ গম্ভীর দল নিয়ে খুব বেশি নাড়াচাড়া পছন্দ করেন না। এশিয়া কাপের শেষলগ্নে তিনি এক দল ধরে রাখবেন বলেই খবর।
বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় ড্রেসিংরুমের একমাত্র মাথাব্যথা হল ফিল্ডিং। আগের ম্যাচে গোটা তিনেক ক্যাচ পড়েছে। সূর্য বলেছেন তাঁরা এদিকে নজর দেবেন। কতটা উন্নতি হল সেটা কিন্তু সময় বলবে।

Latest article