নয়াদিল্লি: জিএসটির নয়া হার যে মোদি সরকারের নিছক স্টান্টবাজি ছাড়া আর কিছুই নয়, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তৃণমূল। এই নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাকেত গোখেল। তাঁর কটাক্ষ, ‘জিএসটি বচতের’ নামে মোদি দেশবাসীর সঙ্গে শুধুই মিথ্যাচারের রাজনীতি করেছেন। গত কয়েক বছরে, জিএসটি বাবদ কেন্দ্রের প্রাপ্য আর্থিক পরিসংখ্যান তুলে ধরে মোদি সসরকারকে তুলোধোনা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখেল।
আরও পড়ুন-চিত্তরঞ্জন পার্কের মেলা গ্রাউন্ডে এবার পুজোয় মহিষাদল রাজবাড়ি
মোদির হিসাব অনুযায়ী সরকার গত ৮ বছরে জনগণের কাছ থেকে ২০ লক্ষ টাকা অতিরিক্ত জিএসটি আদায় করেছে। ২০১৭ সালে জিএসটি চালু করে মোদি নির্লজ্জভাবে জিএসটি-ক্ষমতার বলে সাধারণ মানুষের ঘাড়ে করের বোঝা চাপিয়ে দিয়েছেন। অথচ সেই মুখেই সোমবার উপহারের মোড়ক লাগিয়ে মিথ্যা প্রচার করছে বিজেপি। নতুন জিএসটি হারে সাধারণ মানুষের প্রতি বছর ২.৫ লাখ কোটি টাকার সাশ্রয় হবে বলে বিভ্রান্ত ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী। আসলে জিএসটি বাবদ আগেই দেশের মানুষের পকেট কেটে নিয়েছে মোদি সরকার। মোট ২০ লক্ষ কোটি বিপুল অঙ্কের অর্থ। কটাক্ষ তৃণমুল সাংসদ সাকেতের। তার মানে এই মোদি সরকারের থেকে প্রত্যেক ভারতীয়র পাওনা ১৫০০০ টাকা। এখানেই শেষ নয়, ২০১৪ সালে কেন্দ্রে সরকারে আসার আগে প্রধানমন্ত্রী মোদি প্রত্যেক ভারতীয়দের অ্যাকাউন্টে ১৫ লক্ষ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে মোদি-শাহ ডবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতি রাখতে না পেরে ডিগবাজি দেয়। এ-বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০১৪ সালের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে বলেন এটি একটি জুমলা ছিল। এক জনসভা থেকে শাহ রীতিমতো মজার ছলে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি আসুন ভুলে যাই। কিন্তু তৃণমূল সাংসদ সাকেতের প্রশ্ন, মোদির সরকারের ডাহা মিথ্যে প্রতিশ্রুতি থেকে শিক্ষা নিয়ে ভারতীয়দের প্রাপ্য ১৫০০০ টাকা ফেরত দেবে কি বিজেপি? গত আট বছর জিএসটি বাবদ সাধারণ মানুষের থেকে যে টাকা উশুল করেছেন মোদি, তার জন্য তিনি ক্ষমা চাইবেন কি?