সুদৃশ্য তোরণে সেজে উঠবে আলিপুরদুয়ার

কয়েক মাস আগেই পরিকল্পনার কথা জানিয়েছিলেন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী,  আলিপুরদুয়ার: কয়েক মাস আগেই পরিকল্পনার কথা জানিয়েছিলেন পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। এবার একেবারে নকশা তৈরি করে, টেন্ডার প্রক্রিয়া শুরুর আগে সাংবাদিকদের সামনে আলিপুরদুয়ার শহরের নতুন আকর্ষণ হতে চলা বিশ্ববাংলা গেটের কথা জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর স্বপ্নের পর্যটনের জেলা আলিপুরদুয়ার। সেই আলিপুরদুয়ার শহরকে বাইরের পর্যটকদের সামনে আকর্ষণীয় করে তুলতে শহরের তিন প্রবেশপথে বিশ্ববাংলা লোগো সহ সুদৃশ্য তোরণ তৈরি করতে চলেছে আলিপুরদুয়ার পুরসভা।

আরও পড়ুন-দিল্লিতে ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারই এবার ডিজিটাল প্রতারণার শিকার!

মঙ্গলবার ওই তিনটি তোরণের সুন্দর নকশা সকলের সম্মুখে প্রকাশ করা হয়। ওই তিনটি তোরণ এর মধ্যে একটি তৈরি হবে শহরের উত্তর দিকের প্রবেশপথ দমকল কেন্দ্রের সামনে। দ্বিতীয়টি তৈরি হবে শহরের পশ্চিম প্রান্তে কালজানি নদীর সেতুর মুখে। এবং তৃতীয় তোরণটির জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে শহরের পূর্ব দিকের শোভাগঞ্জ এলাকায়। এই তিনটি তোরণ তৈরি করতে কত টাকা খরচ হবে তা এই মুহূর্তে জানাতে চাননি পুরসভার চেয়ারম্যান। এর পাশাপাশি শহরের সৌন্দর্যায়ন করতে শহরের ১৭ নম্বর ওয়ার্ডে একটি ঝিল সংস্কারের কাজ শুরু করেছে পুরসভা। সংস্কার কাজ শেষ হলে, সেটিরও সৌন্দর্যায়নের কাজ শুরু হবে। সেখানেও একটি বিশ্ববাংলার লোগো লাগানো হবে। সঙ্গে থাকবে সুদৃশ্য আলোকসজ্জা। পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর জানান, পুরসভার নিজস্ব তাহবিলের টাকায় এই কাজ করা হবে। আগামীদিনে শহরের বাকি ঝিলগুলো সংস্কার করে সৌন্দর্যয়নের কাজও করা হবে। যাতে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে রাজ্যের প্রান্তিক জেলা শহর আলিপুরদুয়ার।

Latest article