সংবাদদাতা, ঝাড়গ্রাম : জেলায় আপাতত বৃষ্টির ভ্রুকুটি নেই। তাই জঙ্গলমহল জুড়ে শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের আবহ। মঙ্গলবার ঝাড়গ্রামের বিভিন্ন ব্লকের বেশ কয়েকটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে অন্যতম সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা সর্বজনীন দুর্গাপুজো। এবার এদের ৪২তম বর্ষ।
আরও পড়ুন-দুর্গাপুরে দিঘার জগন্নাথধামের আদলে মণ্ডপ, থাকছেন ইসকনের সন্ন্যাসীরাও
জেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রামের ডিএসপি সব্যসাচী ঘোষ, বিডিও রোহন ঘোষ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিরবাহা সরেন টুডু, জেলার আরটিএ বোর্ডের সদস্য অনুপ মাহাত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মথুর মাহাত প্রমুখ বিশিষ্টজনেরা।