স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি একজন দায়িত্বশীল স্কুল শিক্ষিকার ভূমিকা পালন করেন। তাঁকে "বাংলার প্রথম মহিলা শহীদ" হিসেবে গণ্য করা হয়।

Must read

আজ ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবস। সেই উপলক্ষ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন একজন বাঙালি বিপ্লবী ও জাতীয়তাবাদী। স্বাধীনতা আন্দোলনে বেশ প্রভাবশালী মুখ ছিলেন তিনি।চট্টগ্রাম এবং ঢাকা থেকে নিজের শিক্ষা শেষ করে তিনি কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেন। দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি একজন দায়িত্বশীল স্কুল শিক্ষিকার ভূমিকা পালন করেন। তাঁকে “বাংলার প্রথম মহিলা শহীদ” হিসেবে গণ্য করা হয়।

আরও পড়ুন-তৃতীয়া’র নিজের গানের মধ্যে দিয়ে শারদ শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

তাঁর প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”স্বাধীনতা সংগ্রামী, শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবসে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে যেখানে এমন বীরাঙ্গনার জন্ম হয়েছিল। শুধু তিনিই নন, মাতঙ্গিনী হাজরা থেকে কল্পনা দত্ত, বীণা দাশ থেকে সুনীতি চৌধুরীর মতো অসংখ্য অগ্নিকন্যার জন্মভূমি আমাদের এই বাংলা। আমি সবসময় মনে করি, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন জয়ী হত না। বাংলাই স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান।

আমার গর্ব, আমাদের স্বাধীনতা আন্দোলনের গর্বের ইতিহাস তুলে ধরতে আমরা যে আলিপুর মিউজিয়াম করেছি সেখানে প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আমাদের স্বাধীনতা খুব কষ্ট করে অর্জন করতে হয়েছে। যে ঐক্যবদ্ধ, সম্প্রীতিতে পরিপূর্ণ ও সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিতে গড়ে ওঠা এক স্বাধীন দেশের স্বপ্ন আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামীরা দেখেছিলেন, সেই ঐতিহ্য অটুট রাখাই আমাদের শপথ।”

 

 

Latest article