প্রতিবেদন : প্রকাশিত হল প্রাথমিক টেটের (Primary TET) ফলাফল। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর হয়েছিল পরীক্ষা। সেই ফল প্রকাশ হল বুধবার। বিকেল পাঁচটা থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা (Primary TET)। এদিন ফল প্রকাশের পর শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী কাল দুপুর দুটোর পর পর্ষদের ওয়েবসাইটে ওএমআর শিট আপলোড করা হবে বলে জানানো হয়েছে। এ বছর মোট রেজিস্টার করেছিলেন ৩,০৯,০৫৪ জন। এঁদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ২,৭৩,১৪৭ জন। উত্তীর্ণ হয়েছেন ৬৭৫৪ জন। এক থেকে দশের মধ্যে রয়েছে ৬৪ জন।
আরও পড়ুন- স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
ব্রাত্য বসু পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, প্রাথমিক শিক্ষকের যোগ্যতা-নির্ণায়ক টেট ২০২৩ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হল। সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যাঁরা যোগ্যতা অর্জন করেছেন তাঁদের মধ্যে থেকে নিয়োগের জন্যও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে।
মূলত ওবিসি জটিলতার কারণেই টেটের ফল প্রকাশ করতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার সেই ফল প্রকাশ হল। টেটের ফলপ্রকাশের পর-পরই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।