এইচ-ওয়ান বি ভিসা: ফি বাড়ানোর পর এবার লটারি প্রক্রিয়াও বাতিল

Must read

ওয়াশিংটন: আরও জটিল হতে চলেছে আমেরিকায় এইচ-ওয়ান বি ভিসা (H1B Visa) পাওয়ার শর্ত। যথারীতি এর ফলেও অসুবিধার মধ্যে পড়তে চলেছেন ভারতীয় কর্মপ্রার্থীরা। ভিসার ফি বাড়ানোর পাশাপাশি তা মঞ্জুর করার নিয়মেও বড় বদল আনতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন৷ জানা যাচ্ছে, এতদিন যেভাবে লটারি প্রক্রিয়ার মাধ্যমে ভিসা দেওয়ার নীতি প্রচলিত ছিল, এবার তা বাতিল করতে চলেছে আমেরিকা৷ দিনকয়েক আগেই বিদেশ থেকে আসা শিক্ষিত, কর্মপ্রার্থীদের জন্য প্রচলিত এইচ-ওয়ান বি ভিসার (H1B Visa) ফি বার্ষিক ১২০০ ডলার থেকে বাড়িয়ে ১,০০,০০০ ডলার করেছে ট্রাম্প প্রশাসন৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা৷ এবার ভিসা পাওয়ার নিয়মেও বদল আনার প্রস্তাব আনছে ট্রাম্প সরকার। নতুন প্রস্তাবে তুলনায় বেশি ভাল এবং উচ্চ বেতনের বিদেশিদের ভিসা দেওয়ার ব্যাপারে পক্ষপাত দেখাবে ট্রাম্প প্রশাসন৷ তাঁরাই তাড়াতাড়ি পাবেন ভিসা৷ যদিও সংস্থাগুলি সবস্তরের কর্মীদেরই নিয়োগ করতে পারবে৷ ব্যবসায়ী ট্রাম্পের জমানায় ফ্যালো কড়ি মাখো তেল নীতিকেই এক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-এসএসসি-র সফল পরীক্ষা এবং বিরোধীদের অসফল কূটচাল

সংবাদসংস্থা সূত্রের খবর, আমেরিকা প্রতিবছর সর্বোচ্চ ৮৫০০০ জনকে এইচ-ওয়ান বি ভিসা দিয়ে থাকে৷ এবার আবেদনকারীর সংখ্যা যদি এই ৮৫০০০ ছাড়িয়ে যায়, তাহলে যে সমস্ত সংস্থা বেশি বেতন দেয়, তাঁদের কর্মীদের ক্ষেত্রে আগে অনুমোদিত হবে ভিসার আবেদন৷ মার্কিন প্রশাসনের আধিকারিকদের যুক্তি, এই নিয়মে উদ্দেশ্য হল কম বেতনের কাজের ক্ষেত্রে বিদেশিদের এনে মার্কিন ব্যক্তিদের কর্মহানি বা কম বেতন ধার্য করার প্রবণতা বন্ধ করা৷ বলা হচ্ছে, ট্রাম্পের উদ্দেশ্য আরও কড়া অভিবাসন নীতি তৈরি করে মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো৷

Latest article