বিজেপির ১৪ মাসে ওড়িশায় নারী নির্যাতন প্রায় ৩৮০০০

Must read

ভুবনেশ্বর: অকপট স্বীকারোক্তি। বিজেপি শাসিত ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী নিজের মুখে স্বীকার করলেন তাঁর আমলে রাজ্যে নারী নির্যাতন বেড়েছে ভয়াবহভাবে। বিধানসভায় দাঁড়িয়ে রীতিমতো তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরে নিজের প্রশাসনের অপদার্থতার ছবি তুলে ধরলেন গেরুয়া মুখ্যমন্ত্রী মোহন মাঝি। তাঁর দেওয়া তথ্যেই প্রমাণিত, নবীন পট্টনায়কের সরকার বিদায় নেওয়ার পরে বিজেপি জমানার মাত্র ১৪ মাসে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, যৌন হেনস্তা, জনসমক্ষে বিবস্ত্র করার মতো আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে ওড়িশায় (Odisha)। ২০২৪-এর ১ জুন থেকে ২০২৫-এর ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে নারী নির্যাতনের ঘটনা অন্তত ৩৭,৬১১।

আরও পড়ুন-এইচ-ওয়ান বি ভিসা: ফি বাড়ানোর পর এবার লটারি প্রক্রিয়াও বাতিল

বিধানসভায় নারী নির্যাতন নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস বিধায়ক সোফিয়া ফিরদৌস। সেই প্রশ্নের জবাবেই তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরে অকপট স্বীকারোক্তি গেরুয়া মুখ্যমন্ত্রীর। তাঁর দেওয়া তথ্যই বলছে, এই মুহূর্তে সবকিছুর শীর্ষে মহিলাদের শ্লীলতাহানি। ঘটনার সংখ্যা ৯১৮১। মহিলা অপহরণের ঘটনায় মামলা দায়ের হয়েছে সবমিলিয়ে ৮২২৭টি। পণের দাবিতে বধূ নির্যাতনের মামলা হয়েছে ৫৪৬৪টি। যৌতুকের দাবি ছাড়াই বধূ নির্যাতনের অভিযোগও খুব অল্প নয়, ৬১৩৪টি। ধর্ষণের ঘটনার সংখ্যাও রীতিমতো চমকে ওঠার মতো। ২৯৩৩টি। প্রকাশ্যে মহিলাদের বিবস্ত্র করার ঘটনা ঘটেছে ২১৬১টি। যৌন হেনস্থার অভিযোগ নথিভুক্তির সংখ্যা ১২৭৮টি। অর্থাৎ গেরুয়া মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে স্বীকার করলেন নবীন পট্টনায়েকের জমানার তুলনায় তাঁর জমানায় রাজ্যের মহিলারা কী ভয়ঙ্কর বিপদের মুখে।

Latest article