চতুর্থীর দিন দুপুর ১টা নাগাদ আনোয়ার শাহ (Anwar Shah Road) রোডের বহুতলের চারতলায় আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে রুফটপে অস্থায়ী নির্মাণ। নবীনা সিনেমার পাশে এই গেস্টহাউসে ভয়াবহ আগুনের ফলে ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা রেস্তরাঁ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে দমকল। আপাতত ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন রয়েছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি। ভিতরে কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এসি থেকে আগুন লেগেছে। এই বহুতলে কয়েকটি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
প্রসঙ্গত, গেস্ট হাউসের চারতলায় এই আগুন লেগেছে তাই ল্যাডার আনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। চতুর্থীর দিন হঠাৎ এই অগ্নিকাণ্ডের জেরে আপাতত গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশের তরফে এই মুহূর্তে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দমকলের তরফে খবর, প্রায় ৪০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোথাও পকেট ফায়ার আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ওই বহুতলের আশপাশেই আরও অনেক বাড়ি আছে তাই এই আগুন লাগার ঘটনায় লাগোয়া বাড়িগুলির বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়।