বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতে ১২ নম্বর জাতীয় সড়কের উপরে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’টি গাড়িতেই আগুন লেগে যায়। একটি গাড়ি চালকের মৃত্যু হয়েছে তবে খালাসী কোনমতে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল ও পুলিশ বাহিনী। মুর্শিদাবাদের সাগরদিঘির শেখদিঘি বাস স্ট্যান্ড এর কাছে পেট্রল পাম্পের পাশে ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই দুটি মালবাহী গাড়ির সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। এই সংঘর্ষের ফলে প্রথমে একটি গাড়িতে আগুন লাগে। এর কিছুক্ষনের মধ্যে দ্বিতীয় গাড়িতেও আগুন ধরে যায়।
আরও পড়ুন-প্রিন্স আনোয়ার শাহ রোডের গেস্টহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাগরদিঘি থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একটি মালবাহী গাড়ির চালক গুরুতর জখম হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে চিকিৎসক সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন শিলিগুড়ির দিক থেকে একটি চায়ের পেটি বোঝাই গাড়ি কলকাতার উদ্দেশে যাচ্ছিল। চা বোঝাই সেই লরিটি গাড়িটি অসম থেকে আসছিল। উল্টোদিক একটি বালি বোঝাই গাড়ির সঙ্গে সেটার মুখোমুখি সংঘর্ষ হয়। এই গাড়িটি উলটো রুটে আসছিল। দুটি গাড়ির গতি বেশ ভাল ছিল আর তাই নিয়ন্ত্রণ হারিয়েই কোনওভাবে দুটি গাড়ির সংঘর্ষ হয়।
আরও পড়ুন-বিজেপির ১৪ মাসে ওড়িশায় নারী নির্যাতন প্রায় ৩৮০০০
স্বাভাবিকভাবেই এই ঘটনায় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। আপাতত পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু’টি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।