জুবিন গর্গের মৃত্যু মামলায় গুয়াহাটি থেকে ধৃত শেখর জ্যোতি গোস্বামী

উত্তর-পূর্ব ভারতের উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের অনুষ্ঠানের আয়োজক সিদ্ধার্থ শর্মার বাড়িতেও যান এসআইটি সদস্যরা।

Must read

জুবিন গর্গের (Zubin Garg) মৃত্যু মামলায় প্রথম গ্রেফতারি! ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে গুয়াহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। জুবিন গর্গের মৃত্যু মামলায় আসাম পুলিশের বিশেষ তদন্ত দল (SIT) দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আজ, বৃহস্পতিবার শেখরজ্যোতি গোস্বামীকে গুয়াহাটির কাছে তাঁর জালুকবাড়ির বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের অনুষ্ঠানের আয়োজক সিদ্ধার্থ শর্মার বাড়িতেও যান এসআইটি সদস্যরা। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শিল্পীর মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করার জন্য গতকাল সন্ধ্যায় ৯ সদস্যের এই বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলটির নেতৃত্বে রয়েছেন সিআইডির বিশেষ ডিজিপি মুন্না প্রসাদ গুপ্ত।

আরও পড়ুন-উৎসবের আবহে টানা ৬ দিন বন্ধ ব্যাঙ্ক

প্রসঙ্গত, আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে তদন্ত গভীর হচ্ছে। শিল্পীর ভিসেরার নমুনা দিল্লির সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে (সিএফএল) পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মামলাটি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। আপাতত তাদের দায়িত্বেই তদন্ত চলছে। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মর্মান্তিকভাবে জুবিন গর্গ মারা যান। সিঙ্গাপুরে তিনি একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন। প্রাথমিক ময়নাতদন্ত শেষ হলেও তাঁর মরদেহ দেশে ফেরার পর আসাম সরকার আরও একটি ময়নাতদন্ত করায়। সূত্রের খবর, সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে প্রথমে যোগ দিতে চাননি জুবিন ৷ সিঙ্গাপুরে যাওয়ার আগের মুহূর্তেও জুবিন ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন, তিনি যেতে চান না কিন্তু এই ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য তাঁকে কার্যত জোর করা হয়েছে৷

Latest article