প্রতিবেদন : বাড়ছে মেঘেদের ওজন, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার মেঘের সঞ্চার হবে বেশি তার জেরেই পঞ্চমীতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের একাধিক জেলায়। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। দক্ষিণবঙ্গের সর্বত্র হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরের জেলায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন-আপনারাই আসল একান্নবর্তী পরিবার
আবহাওয়াবিদ হাবিবুর রহমান জানান, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবার এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। শনিবার সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। পুজোতে মোটের উপর হালকা বৃষ্টি হলেও নবমীর রাত থেকে দশমীতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ নতুন জামা-কাপড়ের সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদেরা। পঞ্চমীতে ভারী বৃষ্টির পর ষষ্ঠী থেকে নবমীর সকাল পর্যন্ত হালকা বৃষ্টি হবে খানিকক্ষণের জন্য।