চেতলায় পুজো মণ্ডপে আগুন

বৃহস্পতিবার আগুনের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আগুনের কারণে এদিন বন্ধ করে দেওয়া হয় সাধারণের মণ্ডপে প্রবেশ।

Must read

প্রতিবেদন : চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন। বৃহস্পতিবার আগুনের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আগুনের কারণে এদিন বন্ধ করে দেওয়া হয় সাধারণের মণ্ডপে প্রবেশ। কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান শট-সার্কিটের ফলে আগুন। আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণে ২৫ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বন্ধ রাখা হচ্ছে পুজো মণ্ডপ।

আরও পড়ুন-উৎসব উপলক্ষ্যে শিয়ালদহ শাখায় ৩১টি স্পেশাল ট্রেন

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই আগুন লেগে যায় চেতলা অগ্রণীর মণ্ডপে। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যদিও আগুন সেরকম বড় আকার ধারণ করার আগেই প্যান্ডেলে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়েই তা নিভিয়ে ফেলা হয়। প্রাথমিক ভাবে অনুমান, বিদ্যুতের তার থেকেই এই বিপত্তি। গোটা মণ্ডপে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। চেতলা অগ্রণী পুজো কমিটি দর্শকদের সুরক্ষার কথা ভেবে মণ্ডপ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে মণ্ডপ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করার পর মণ্ডপ খোলার কথা জানিয়ে দেওয়া হবে।

Latest article