প্রতিবেদন : ২৫ অক্টোবর থেকে গোয়ায় শুরু হচ্ছে সুপার কাপ। ২২ নভেম্বর ফাইনাল। বৃহস্পতিবার হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস। একই গ্রুপে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। গ্রুপ ‘এ’-তে দুই প্রধানের সঙ্গে রয়েছে চেন্নাইয়িন এফসি এবং রিয়াল কাশ্মীর। ড্রয়েই পরিষ্কার, গ্রুপ পর্বেই হতে চলেছে কলকাতা ডার্বি (Derby)। প্রস্তাবিত সূচি অনুযায়ী ৩১ অক্টোবর ফাতোরদা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় বড় ম্যাচ। চলতি মরশুমে ডার্বি (Derby) জয়ের হ্যাটট্রিকের সামনে ইস্টবেঙ্গল। ডুরান্ডে হারের বদলার সুযোগ মোহনবাগানের সামনে।
আরও পড়ুন-উৎসব উপলক্ষ্যে শিয়ালদহ শাখায় ৩১টি স্পেশাল ট্রেন
১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে চারটি দল। চার গ্রুপের শীর্ষে থাকা চারটি দলের সেমিফাইনালে খেলার কথা। গ্রুপ ‘বি’-তে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এবং ইন্টার কাশী। গ্রুপ ‘সি’-তে রয়েছে বেঙ্গালুরু এফসি, মহামেডান স্পোর্টিং, পাঞ্জাব এফসি এবং গোকুলাম কেরল। গ্রুপ ‘ডি’-তে মুম্বই সিটি এফসি, কেরল ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২৫ অক্টোবর উদ্বোধনী দিনেই নামবে দুই প্রধান। মোহনবাগান খেলবে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর। মোহনবাগানের ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায়। ইস্টবেঙ্গলের খেলা বিকেল পাঁচটায়। ২৮ অক্টোবর মোহনবাগানের প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর। খেলা সন্ধ্যা সাড়ে সাতটায়। সেদিন ইস্টবেঙ্গল খেলবে চেন্নাইয়িনের বিরুদ্ধে। ম্যাচ বিকেল পাঁচটায়। ৩১ অক্টোবর সন্ধ্যায় ফাতোরদায় ডার্বি। ৩০ অক্টোবর বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচ মহামেডানের।