প্রতিবেদন: কাউন্সিলর স্ত্রীদের অকজো করে বসিয়ে রেখে স্বামীদের ক্ষমতা ভোগের লোভে জল ঢেলে দিলেন জেলাশাসক। চেয়ার ছেড়ে উঠে যেতে বললেন স্বামীদের। রীতিমতো ধমক দিয়ে বললেন, আগে চেয়ার থেকে উঠুন। গিয়ে বসুন দর্শকদের গ্যালারিতে। ঘটনার সাক্ষী হল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে। এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল, বিজেপি রাজ্যে নির্বাচিত মহিলা কাউন্সিলরদের কাজ করতে না দিয়ে আসলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁদের স্বামীরাই।
আরও পড়ুন-উৎসব উপলক্ষ্যে শিয়ালদহ শাখায় ৩১টি স্পেশাল ট্রেন
রাস্তাঘাট, নিকাশি-সহ শহরের বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা করতে জেলাশাসক রুচিকা চৌহান একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। আমন্ত্রণ জানানো হয়েছিল কাউন্সিলরদের। কিন্তু জেলাশাসক সভাকক্ষে ঢুকেই অবাক। লক্ষ্য করেন, বেশ কয়েকজন মহিলা কাউন্সিলরের পাশে বহাল তবিয়তে বসে আছেন তাঁদের স্বামীরা! ক্ষুব্ধ জেলাশাসক প্রবল বিরক্তি প্রকাশ করে বেরিয়ে যান সভা ছেড়ে। প্রশ্ন তোলেন, সরকার যখন বিশেষ গুরুত্ব দিচ্ছে নারী ক্ষমতায়নের উপরে, তখন কেন পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন মহিলা কাউন্সিলরদের স্বামীরা? চেয়ার ছেড়ে উঠে যাওয়ার নির্দেশ দেন কাউন্সিলরদের স্বামীদের। পরে অবশ্য ফিরে এসে বৈঠক করেন জেলাশাসক।