নয়াদিল্লি: ২০২৬ সালে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সম্ভাব্য সূচি ঘোষণা করেছে সিবিএসই (CBSE)। পড়ুয়াদের সুবিধার্থে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষা হতে পারে। এই সময় দুই ক্লাসের মূল পরীক্ষার পাশাপাশি দশম শ্রেণির দ্বিতীয় বোর্ড পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি ও ক্রীড়া শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুন-বৈঠকে কেন কাউন্সিলরদের স্বামীরা? চেয়ার ছেড়ে উঠে যেতে বললেন ক্ষুব্ধ জেলাশাসক
আগামী বছর প্রায় ৪৫ লক্ষ শিক্ষার্থী (দেশ-বিদেশ মিলিয়ে) সিবিএসই (CBSE) বোর্ড পরীক্ষায় বসবেন। ভারত ছাড়াও ২৬টি দেশে ২০৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার অন্তত দিন দশেক পর থেকেই শুরু হবে উত্তরপত্র মূল্যায়ন। গড়ে বারো দিনের মধ্যে এই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে সিবিএসইর। তবে সবটাই সম্ভাব্য সূচি হিসেবে প্রকাশিত হয়েছে। সব স্কুলের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হবে বলে জানা গেছে।