পুজোর পরেই টেটের নিয়োগ, শিক্ষামন্ত্রী

Must read

প্রতিবেদন : পুজোর পরেই শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। এরপর নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হবে খুব দ্রুত। শুক্রবার এমনই সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে ব্রাত্য বসু বলেন, পুজোর আগে মুখ্যিমন্ত্রীর উপহার ১৩,৪২১ চাকরি। দ্রুত নিয়োগ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী চাকরি দেবেন। অনুমোদনের জন্য বিলম্ব হয়েছিল। খুব দ্রুত নিয়োগ হবে। নির্দেশ মতো পুজো মিটলেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ভাবনা-চিন্তা করছি। আমাদের সংগঠনগত ভাবে কী করা যায়। তার আগে নিয়মকানুন ও বিধি খতিয়ে দেখতে হবে। দুর্গাপুজোর সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায়কে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী (Bratya Basu)। বলেন, যাদবপুর নিয়ে উদ্বেগ ও শঙ্কার কারণ আছে বলেই এরকম রায় দিয়েছেন বিচারপতি। জানি না ওখানে কারা কীভাবে নৈরাজ্য চালাচ্ছেন। ছাত্র-মৃত্যু, ছাত্রী-মৃত্যুর ঘটনা বারবার ঘটছে। হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি।

আরও পড়ুন- এবার ওষুধেও ১০০% শুল্ক ট্রাম্পের! বিপুল ক্ষতির আশঙ্কা ভারতের

Latest article