দিদির শুভেচ্ছা-উপহার ভিন রাজ্যের পুজোতেও

এবার রাজ্যের বাইরের দুর্গাপুজোতেও গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছাবার্তা ও মিষ্টি। বাংলার মুখ্যমন্ত্রীর এই সৌজন্যে আপ্লুত পুজো উদ্যোক্তারা

Must read

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: এবার রাজ্যের বাইরের দুর্গাপুজোতেও গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শুভেচ্ছাবার্তা ও মিষ্টি। বাংলার মুখ্যমন্ত্রীর এই সৌজন্যে আপ্লুত পুজো উদ্যোক্তারা। শুধু বাংলা নয় রাজ্যের বাইরে থাকা বাঙালি ও তাদের পুজো নিয়েও যে মমতা বন্দ্যোপাধ্যায় সমান মনোযোগী, প্রমাণ করল এই উদ্যোগ। প্রবাসী বাঙালিদের আবেগ ও উদ্যোগকে সম্মান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি-সহ উত্তরপ্রদেশ, হরিয়ানা— এই তিনটি রাজ্যের পুজো উদ্যোক্তাদের বিশেষ সম্মান জানালেন। দিল্লি, নয়ডা, গুরুগাঁও এবং গাজিয়াবাদের মোট ৭০টি পুজোকে বেছে নিয়েছেন এই অভিনব সম্মান জানাতে। এর মধ্যে সি আর পার্ক কালীমন্দির, মেলা গ্রাউন্ড, কারোলবাগ সার্বজনীন, নয়ডা কালীবাড়ি, ইন্দিরাপুরম-সহ একাধিক পুজো রয়েছে। উদ্যোক্তাদের জন্য তাঁর শুভেচ্ছাবার্তা জানিয়ে চিঠি, সঙ্গে মিষ্টির বাক্স পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির রেসিডেন্ট কমিশনার অফিসের মাধ্যমে চিঠি এবং মিষ্টি ইতিমধ্যেই কারগো মারফত দিল্লিতে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন দিল্লিতে কর্মরত ডেপুটি রেসিডেন্ট কমিশনার শাশ্বত দাঁ। শুধু তাই নয় মহাচতুর্থীর শুভক্ষণে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা এবং মিষ্টি দিল্লির পুজো উদ্যোক্তাদের হাতেও পৌঁছে গিয়েছে। শনিবারের মধ্যে দিল্লি এনসিআর ৭০টি দুর্গাপুজো উদ্যোক্তাদের হাতে শুভেচ্ছাবার্তা পাঠানোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান শাশ্বত দাঁ।

আরও পড়ুন-যারা ভেঙেছিল বিদ্যাসাগরের মূর্তি, কিছুতেই ক্ষমা নয় তাদের

মুখ্যমন্ত্রী শুভেচ্ছাবার্তা পেয়ে রীতিমতো আপ্লুত নোয়ডা কালীবাড়ি-সহ সভাপতি অনুপম বন্দ্যোপাধ্যায়, তিনি জানিয়েছেন, কলকাতায় এত বড়-বড় পুজো হয় এত বিরাট আয়োজন, এর মঝেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবাসের পুজোকে আন্তরিকভাবে সম্মান জানিয়ে আমাদের শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন। এটা খুবই ভাল উদ্যোগ। আগামী দিনের প্রবাসের পুজো উদ্যোক্তাদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ।

Latest article