নিজের লেখা গানের মাধ্যমে পঞ্চমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ঢাকের তালে, মায়ের আগমনে, চারিদিকে আজ আনন্দের ঢেউ। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পঞ্চমীর শুভক্ষণে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে।

Must read

আজ মহাপঞ্চমী (Maha panchami)। ঢাকের তালে, মায়ের আগমনে, চারিদিকে আজ আনন্দের ঢেউ। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পঞ্চমীর শুভক্ষণে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অণুরণিত হয় এবং তার পরেই শুরু হয়ে যায় ষষ্ঠীর পুজো ৷ আকাশে-বাতাসে আজ আগমনীর সুর। বলা যায়, পাঁচ দিনের শারদোৎসব শুরু হয়ে গেল। যদিও, এই বছর মহালয়ার দিন থেকেই রাস্তায় ঢল নেমেছে মানুষের। পঞ্চমীর এই শুভক্ষণে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-আমরা রুখেছি, রুখছি, রুখব বিপর্যয়, ব্যর্থতার ইতিহাস মুছে লিখব জীবনের জয়

নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি নিজের কথায় ও সুরে একটি গান শেয়ার করে লেখেন, ”শরৎ মেঘের ভেলায় মা দুর্গা এসেছেন। পুজোর এই কদিন কাটুক আনন্দে। শুভ পঞ্চমী।

” মন দিয়া, সুর দিয়া
মন সাগরের ভোরে আমি তাই
মন সাগরের ভোরে আমি নাই”
সকলকে জানাই মহাপঞ্চমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং রূপঙ্কর বাগচীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

Latest article