প্রতিবেদন : বাংলার নবজাগরণের পথিকৃৎ ও প্রধান স্থপতি রাজা রামমোহন রায় (Raja Rammohan)। তাঁর প্রয়াণদিবসে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে রাজা রামমোহন রায়ের (Raja Rammohan) প্রগতিশীল চিন্তাধারা ও সমাজ সংস্কারমূলক কাজগুলিকে স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এই মহান সমাজ সংস্কারক বাংলায় তথা সারা বিশ্বজুড়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন তাঁর প্রগতিশীল চিন্তাধারার জন্য। শিক্ষার প্রসার থেকে শুরু করে সতীদাহ প্রথার বিলোপ—অচলায়তনকে ভেঙে তিনিই এই বাংলায় এক নতুন সমাজ গঠনের পথ দেখিয়েছিলেন। তাঁর জীবন ও আদর্শ আজও আমাদের পথ চলার শক্তি জোগায়।
আরও পড়ুন- সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের! তোপ বিরোধীদের