বাংলার ১১৪ পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মান

Must read

প্রতিবেদন : পঞ্চমীর বিকেলেই ঘোষণা হয়ে গেল বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫ (Biswabangla Sharad samman)। কলকাতা ও শহরতলির সেরা পুজোগুলির তালিকা ঘোষণা করে দিল রাজ্য সরকার। এবছর কলকাতা ও লাগোয়া শহরতলির ১১৪টি পুজো রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান (Biswabangla Sharad samman) পাচ্ছে। শনিবার নন্দন ৪-এ রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন সাংবাদিক বৈঠকে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন। সেরার সেরা, সেরা সাবেকি, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, পরিবেশবান্ধব ও বিশেষ বিভাগে পুজোগুলিকে সম্মানিত করা হয়েছে। ২৪টি পুজোকে সেরার সেরা, ১২টি পুজোকে সেরা সাবেকি বিভাগে পুরস্কৃত করা হয়েছে। সেরা মণ্ডপ ও সেরা প্রতিমার জন্য পুরস্কৃত হয়েছে যথাক্রমে ১৩টি ও সাতটি পুজো কমিটিকে। ১৭টি পুজোকে পুরস্কৃত করা হয়েছে সেরা ভাবনার জন্য। সেরা পরিবেশবান্ধব পুজোর শিরোপা পেয়েছে বৃহত্তর কলকাতার ১৪টি পুজো। এই পুজো কমিটিগুলি আগামী ৫ অক্টোবর রাজ্য সরকারের পুজো কার্নিভালে অংশ নেবে। এদিনই জেলার সেরা পুজোগুলিরও তালিকা প্রকাশ করা হয়েছে। সাংবাদিক বৈঠকে তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। কলকাতার রেড রোডে দুর্গা কার্নিভাল হবে ৫ অক্টোবর। জেলার কার্নিভাল হবে ৪ অক্টোবর।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের! তোপ বিরোধীদের

Latest article