প্রতিবেদন : পুজোতে রাজ্যবাসীর সর্বক্ষণের সঙ্গী হতে চলেছে বৃষ্টি (Rain Forecast)। গোটা পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও নবমীর রাত থেকে শুরু হবে ব্যাপকতা। চলবে দশমী কাটিয়েও। সাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গতিমুখ রয়েছে ছত্তিশগড়ের দিকে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি শক্তি হারাবে। তবে এর পরোক্ষ প্রভাবে দক্ষিণের একাধিক জেলা ভিজবে ষষ্ঠীতে। হাওয়া অফিস জানাচ্ছে, ৩০ থেকে ৪৯ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইতে পারে। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত তুলনামূলকভাবে বৃষ্টি কম হবে। তবে নবমীর রাত থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি (Rain Forecast) হতে পারে। বিজয়া দশমী- তুলনামূলক বেশি বৃষ্টির আশঙ্কা সব জেলায়। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ব্যাপক বৃষ্টির সতর্কতা।
এদিকে দশমী ও একাদশীতে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা, একাদশীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন- বাংলার ১১৪ পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মান