পঞ্চাশ হাজার মাটির প্রদীপে সেজে উঠেছে মণ্ডপ, অদ্রিজার নয়টি রূপ, চিত্তরঞ্জন পার্কে নবদুর্গার আরাধনায় ১৬ পুরোহিত

মাটি হল সোনার চেয়ে খাঁটি। সেই মা দুর্গার মৃন্ময়ী রূপই গোটা বিশ্বে পূজিত হয়। সিআর পার্ক পুজোয় মাটি দিয়েই প্রতিমা এবং গড়ে তোলা হয়েছে প্যান্ডেল।

Must read

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি: মাটি হল সোনার চেয়ে খাঁটি। সেই মা দুর্গার মৃন্ময়ী রূপই গোটা বিশ্বে পূজিত হয়। সিআর পার্ক পুজোয় মাটি দিয়েই প্রতিমা এবং গড়ে তোলা হয়েছে প্যান্ডেল। মাটির তৈরি মহামায়ার ন’টি রূপ তুলে ধরা হয়েছে ‘নবদুর্গা’ আকারে। ন’টি আলাদা জায়গার মাটি দিয়ে মা দুর্গার অবয়ব তৈরি করা হয়েছে সিআর পার্ক বি ব্লকের এবারের সুবর্ণ জয়ন্তী বর্ষে। প্যান্ডেলে মাটির প্রজ্বলিত প্রদীপ দিয়েই সাজিয়ে তুলেছেন পুজো উদ্যোক্তারা। ৫০ বছরে মোট পঞ্চাশ হাজার মাটির প্রদীপ দিয়ে নিখুঁতভাবে সাজিয়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব মণ্ডপ। নিঃসন্দেহে এবারের সিআর পার্কের অন্যতম আকর্ষণ হবে দর্শনার্থীদের কাছে। নবদুর্গাকে মোট ষোলোজন পুরোহিত পুজা করবেন। মাটির পাত্রে নিষ্ঠাভরে মা দুর্গার ভোগ নিবেদন করা হবে। গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে দুর্গাকে পূজার্চনা করা হবে বলে জানিয়েছেন বি ব্লক পুজোর সচিব আশিস সোম।

আরও পড়ুন-নিউইয়র্কে ইউনুসের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ বাংলাদেশিদের, সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ

এছাড়াও প্যান্ডেলের বাইরে গোল্ডেন জুবিলি প্যাভিলিয়নে জুটের তৈরি মা দুর্গার মুর্তি রাখা হয়েছে। শিল্পী মনোরঞ্জন মুখোপাধ্যায়ের নিখুঁত শিল্পকলা। গত ৫০ বছর বি ব্লকের দুর্গাপূজার স্মৃতি প্যাভিলিয়নের অন্যতম আকর্ষণ বাড়াবে দর্শনার্থীদের। চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা প্রাঙ্গণ। বি ব্লকের পুজোয় মায়ের আরাধনার অন্যতম মুল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ।

Latest article