মেলবোর্ন : অ্যাসেজে করোনা (Coronavirus) হানা। তবে সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার মেলবোর্নে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ড শিবিরের চারজন সদস্যের কোভিড (Covid) রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের মধ্যে দু’জন সাপোর্ট স্টাফ ও দু’জন তাঁদের পরিবারের সদস্য। আক্রান্তদের নিভৃতাবাসে রাখা হয়েছে। টেস্টে দিনের খেলা শুরুর এক ঘণ্টা আগেই কোভিড রিপোর্ট হাতে আসে। তার পর জরুরি ভিত্তিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় ক্রিকেটার ও সমস্ত কোচিং স্টাফের। রিপোর্ট নেগেটিভ আসার পরই টিম হোটেল ছেড়ে এমসিজি যাওয়ার অনুমতি মেলে। তবেই দিনের খেলা শুরু হয়।
আরও পড়ুন-এক বছর আগের অস্ট্রেলিয়া-জয়, শাস্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন সানি
ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানায়, ‘খেলোয়াড়দের কোভিড (Coronavirus) রিপোর্ট নেগেটিভ। আক্রান্তরা আইসোলেশনে (Isolation) রয়েছেন। দুই দলই সারা দিন অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। তবে সিরিজ নিয়ে কোনও ঝুঁকির কারণ নেই। আমরা প্রোটোকল মেনে চলছি।’ এদিকে করোনা আবহের মধ্যে চতুর্থ টেস্ট সিডনিতে না করে মেলবোর্নেই আয়োজন করা উচিত বলে জানিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (Australia) এই দাবি খারিজ করে জানিয়েছে, ‘প্রতিদিনের স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণ করে সিরিজ সূচি মেনেই চলবে। আমাদের শান্ত থেকে তথ্যের ভিত্তিতে এগোতে হবে।’