আজ মহাষষ্ঠী। দেবীর বোধন। সপরিবারে উমার আগমনের দিন। বিল্ববৃক্ষের তলায় হচ্ছে দেবীর আরাধনা। মায়ের আগমনে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও পুজোর ভিড় রেকর্ড ভাঙছে এবার। ষষ্ঠীর এই দিনে রাজ্যবাসীকে সোশ্যাল মিডিয়ায় নিজের সৃষ্টি গানের মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন-উত্তর থেকে দক্ষিণ, সিসিটিভি নজরদারি
গানের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে,
কাশফুলে ভরে গেছে
বাংলা নতুন করে। ”
সকলকে জানাই মহাষষ্ঠী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং বাবুল সুপ্রিয়- র গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”