আজ মহাসপ্তমী, মণ্ডপে দেবীদুর্গার আগমন, জনারণ্য কলকাতা

Must read

দেবনীল সাহা
পূর্বাভাস থাকলেও একফোঁটা বৃষ্টির দেখা নেই কলকাতার আকাশে! বরং রোদ-ঝলমলে আবহাওয়ায় ভ্যাপসা গরম, ঘাম ছুটছে শেষ সেপ্টেম্বরেও। তাই বৃষ্টির চোখরাঙানি ফুৎকারে উড়িয়ে ঘামে ভিজেই উৎসবের আবহে গা ভাসিয়েছে বাঙালি। দেখে কে বলবে, দিনকতক আগেই মেঘভাঙা বৃষ্টিতে ভয়ঙ্কর দুর্যোগে ভেসেছিল গোটা শহর! সেই দুর্যোগের ক্ষত সারিয়ে এখন শহরের উত্তর থেকে দক্ষিণে উদ্বেলিত জনতার ঢল। দিন-রাতের হিসেব ভুলে জনস্রোতে ভাসছে শহরের অলিগলি, রাজপথ। ষষ্ঠীর সকালে দেবীর বোধনের পরই মণ্ডপে-মণ্ডপে আছড়ে পড়ে উৎসবপ্রেমী বাঙালির বাঁধভাঙা ভিড়। টালা থেকে টালিগঞ্জ, রোদ-বৃষ্টির লুকোচুরি এড়িয়ে প্যান্ডেল হপিংয়ে লম্বা লাইন। বিরামহীন অপেক্ষাতেও বিন্দুমাত্র ক্লান্তি নেই। কারণ, হাতে-গোনা কয়েকটা দিনের বাঁধভাঙা উচ্ছ্বাসে যেন কোনও ভাটা না পড়ে। রাত জেগে নিয়ম ভেঙে অবাধ্য হওয়ার এই তো সময়!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে বাংলার দুর্গোৎসব এখন আর মাত্র পাঁচ দিনে সীমাবদ্ধ নেই। মহালয়ার পর থেকেই পুজো-মুডে মেতে ওঠে আমবাঙালি। আর তৃতীয়া-চতুর্থী থেকেই কার্যত জনসমুদ্র নামে শহরে। রাজপথ-ফুটপাথে যেন তিলধারণের জায়গাও নেই। উত্তরের টালা প্রত্যয় থেকে হাতিবাগান, আহিরিটোলা হয়ে দক্ষিণে সুরুচি, চেতলা, ত্রিধারা; মুঠোফোনে লিস্ট মিলিয়ে চলে একের পর এক ঠাকুর দেখা। সঙ্গে টুকটাক পেটপুজো আর সেলফি তোলার হিড়িক। জনস্রোত নিয়ন্ত্রণে শহরের রাস্তায় ২৪ ঘণ্টার জন্য মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ। রয়েছে পর্যাপ্ত সিভিক ভলান্টিয়ারও। যেকোনওরকম বিশৃঙ্খলা রুখতে থাকছে কড়া নজরদারি। উৎসবের মাঝেও রাস্তাঘাটে যান চলাচল সচল রাখার চেষ্টা চলছে সমানভাবে।

আরও পড়ুন-বাংলার দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতিতে মিথ্যাচার মোদির, কড়া জবাব তৃণমূলের

রবিবার খুব ভারী বৃষ্টি না হলেও ইতিউতি দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস ছিল হাওয়া অফিসের তরফে। কিন্তু ষষ্ঠীর সকাল থেকেই কলকাতার আকাশে ঝলমলে রোদ। বিকেলের দিকে আকাশ ঘন মেঘে ছেয়ে খানিক আশঙ্কা বাড়ালেও ধীরে ধীরে সেই মেঘ কেটে যায়। আর সঙ্গে ছাতা কিংবা বর্ষাতি নিয়েই রাস্তায় বেরিয়ে পড়েন উৎসবপ্রেমী আট থেকে আশি। কোথাও স্কুল-কলেজের বন্ধুবান্ধবদের ভিড়, কোথাও সদ্য প্রেমে পড়া যুগলের প্রথম পুজোর স্বাদ আস্বাদন, কোথাও আবার জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে আসা বৃদ্ধ দম্পতির নিজেদের ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা। সময়ের সঙ্গে ভিড় বাড়ছে শহরের রাস্তায়। সন্ধ্যা হতেই যেন ভিন্ন রূপে তিলোত্তমা। আলোর রোশনাইয়ে কলকাতার এমন ভুবনমোহিনী লাস্যময়ী রূপ থেকে যেন চোখ ফেরানো মুশকিল। আলোকিত এই নগরের কোণায় কোণায় এখন শুধুই মহোৎসবের আবহ।

Latest article