সুস্মিতা মণ্ডল, ডায়মন্ড হারবার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গঙ্গাসাগর (Gangasagar) সফর একদিন এগিয়ে এল। মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ হেলিকপ্টারে সাগরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলে তিনি কপিলমুনি মন্দিরে পুজো দেবেন। পুজোর পাশাপাশি কপিলমুনির মন্দিরের পরিচালনার দায়িত্বে থাকা হনুমান গড়গড়ি ট্রাস্টের মহন্ত ও সেবাইতদের সঙ্গে কথা বলবেন। সাগরের পরিকাঠামো প্রস্তুতির কাজ ঘুরে দেখবেন। পরদিন বুধবার বেলায় দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক। এই বৈঠক থেকে জেলার উন্নয়নের পাশাপাশি সাগরমেলা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বেশকিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছর সাগরমেলার আগে এসে মেলার প্রস্তুতি সরজমিনে দেখে যান মুখ্যমন্ত্রী। গতবছর করোনার বাড়াবাড়ির কারণে আসেননি। গতবছর কলকাতা উচ্চ আদালতের রায় মেনে পুণ্যার্থীর সংখ্যা কম রাখতে হয়েছিল। পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে জোর দেওয়া হয়। তুলনায় এ বছর এখনও করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। এ-ছাড়া সাগর ব্লকের ১৮-ঊর্ধ্বদের একশো শতাংশ ডবল ডোজ সম্পূর্ণ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। মেলার আয়োজনের সঙ্গে যুক্ত আধিকারিক, পুলিশকর্মী, স্বেচ্ছাসেবক সকলকে ডবল ডোজ ভ্যাকসিন নিতে হয়েছে। আগামী বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee) কলকতায় ফিরবেন। মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে সবরকম প্রস্তুতি সেরে রেখেছে জেলা প্রশাসন। জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, মেলার পরিকাঠামো প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। কোভিডবিধি মেনে সবরকম ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: Gangasagar Mela-য় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, কোভিড বিধিতেও নজর : মুখ্যমন্ত্রী