কেন্দ্রের ভুল নীতি, গ্রামবাংলায় কমছে মানুষের ব্যক্তিগত সঞ্চয়

কেন্দ্রে সরকার চলছে সম্পূর্ণ ভুল নীতিতে। তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। গ্রামীণ এলাকায় মানুষের ব্যক্তিগত সঞ্চয় ক্রমশ কমে চলেছে।

Must read

প্রতিবেদন : কেন্দ্রে সরকার চলছে সম্পূর্ণ ভুল নীতিতে। তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। গ্রামীণ এলাকায় মানুষের ব্যক্তিগত সঞ্চয় ক্রমশ কমে চলেছে। তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার সারা দেশের পাশাপাশি বাংলাতেও বিশেষ সমীক্ষা শুরু করেছে। রাজ্যের সাত হাজারেরও বেশি গ্রামে মোট ১ লক্ষ ৪৩ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করে এই সমীক্ষা চলছে।

আরও পড়ুন-টালা প্রত্যয়ে শুরু ইকোজেনিকের কাজ

গ্রামবাংলায় সঞ্চয় কমতে থাকায় স্বল্প সঞ্চয় প্রকল্প ও ডাকঘরের অন্যান্য পরিষেবা নিয়ে গ্রামীণ মানুষকে আরও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, কিষাণ বিকাশ পত্র, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম বা টার্ম ডিপোজিটের মতো প্রকল্পগুলি এখনও মূলত গ্রামীণ মানুষ ডাকঘরের মাধ্যমেই পরিচালনা করেন। কিন্তু এসব পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা কতটা এবং পরিষেবার মান কেমন, তার সঠিক চিত্র সরকারের কাছে নেই। তাই এই রাজ্যেও বড় পরিসরে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
গ্রামীণ ডাক সেবকরা প্রতিটি গ্রামে ঘুরে প্রায় ২০টি পরিবারে গিয়ে মতামত নিচ্ছেন। সমীক্ষায় পরিবারের বার্ষিক আয়, নাম-ঠিকানা-পেশার মতো তথ্যের পাশাপাশি জিজ্ঞাসা করা হচ্ছে তাঁরা কোনও স্বল্প সঞ্চয় প্রকল্পে যুক্ত আছেন কি না, পোস্টাল লাইফ ইনস্যুরেন্স বা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক সম্পর্কে জানেন কি না। এছাড়াও পরিষেবা যেমন ডোরস্টেপ ব্যাঙ্কিং, অনলাইন বিল পেমেন্ট, বিমা বা মানি ট্রান্সফার কতটা কার্যকর বলে মনে করছেন, তার রেটিং দিতে হচ্ছে। সমীক্ষার তথ্য সংগ্রহ শেষ পর্যায়ে। এই সমীক্ষায় কেন্দ্রের ব্যর্থতাকে সামনে নিয়ে এসেছে। এখন সমীক্ষার ফলাফলের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে ভবিষ্যতে ডাকঘরের পরিষেবা ও স্বল্প সঞ্চয় প্রকল্প নিয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Latest article