বিহারে আসন্ন নির্বাচনে ভোটার তালিকা থেকে মুসলিমদের নাম বাদ দেওয়ার এক গুরুতর ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে। পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা কেন্দ্রে প্রায় ৭৮,৩৮৪ জন মুসলিম ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলার চেষ্টা করছে বিজেপি। এই কেন্দ্রে আরজেডি-র কাছে আসন হারানোর আশঙ্কায় বিজেপি এই কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে। ভোট চুরি’র সব জেনেও মুখে কুলুপ এঁটে বসে রয়েছে কমিশন। পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা আসনের ওই ভোটারদের নাম ছাঁটতে বিহারের ইআরও ও সিইওকে চিঠি পাঠিয়েছে বিজেপি।
বিজেপির একাধিক নেতা ও বিধায়কের সহায়ক দলের লেটারহেডে সরাসরি নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে এই বিপুল সংখ্যক মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, এই ভোটাররা নাকি ভারতীয় নাগরিকই নন। ভোটের তালিকা সংশোধনের সময়সীমার মধ্যেও বুথ স্তরের কর্মীরা মুসলিমদের নাম বাদ দিতে আবেদন জানান।
আরও পড়ুন-কেন্দ্রের ভুল নীতি, গ্রামবাংলায় কমছে মানুষের ব্যক্তিগত সঞ্চয়
কমিশন এই ‘ভোট চুরি’র অপকর্মে বিজেপিকে মদত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগামী ১ অক্টোবর ঢাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে জানা যাবে, ঠিক কতজনের নাম বাদ গেল।
২০২০ সালের নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে মাত্র ১০,১১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। তাই এই কেন্দ্র ধরে রাখতে তারা প্রায় ৪০ শতাংশ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। বিজেপি’র তৈরি তালিকায় নাম রয়েছে এমন অনেকেই কমিশনের নিযুক্ত বুথ লেভেল অফিসার (বিএলও), স্কুল শিক্ষক এবং সরকারি কর্মচারী। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের সময় আসন্ন। আসন্ন নির্বাচনে জনগণকে এর জবাব দিতে হবে। বোঝাই যাচ্ছে ওরা কি চাইছে। আমরা যে ওদের অপচেষ্টা রুখতে চাইছি, সেটা বুঝিয়ে দিতে হবে আগামী নির্বাচনে।
—অভিজিৎ ভৌমিক, চেতলা, কলকাতা