সংবাদদাতা, জলপাইগুড়ি : ডুয়ার্সের গয়েরকাটার চা-বাগানে এবার দুর্গোৎসব অন্য মাত্রা পেল। সপ্তমী থেকেই মণ্ডপে উপচে পড়ল ভিড়। দুর্গার আরাধনার পাশাপাশি দর্শনার্থীদের নজর কেড়েছে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর মডেল দিয়ে সাজানো থিম। ধূপগুড়ির সাঁকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েতের নাথুয়া রোড মহিলা সঙ্ঘ সপ্তম বর্ষে থিম করেছে ‘দুয়ারে সরকার’ ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে।
আরও পড়ুন-নির্বাচনে ভোটারদের নাম বাতিল করার ষড়যন্ত্র
মণ্ডপে রাখা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্পকে। সভাপতি দীপালি রায় বলেন, আমরা চাই, দুর্গোৎসবের মাধ্যমে মানুষ আরও বেশি করে বুঝে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বলেন, চা-বাগানের মহিলারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা প্রশংসনীয়। উন্নয়ন প্রকল্পগুলি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার যে কাজ মুখ্যমন্ত্রী করেছেন, এই মণ্ডপে মিলছে তার প্রতিচ্ছবি।