লন্ডনে গান্ধীমূর্তি বিকৃত করা নিয়ে তীব্র নিন্দা হাইকমিশনের

প্রসঙ্গত, ইন্ডিয়া লিগের সমর্থনে ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করা হয়েছিল এবং ১৯৬৮ সালে লন্ডনের টাভিস্টক স্কোয়ারে সেটি উন্মোচন করা হয়েছিল।

Must read

আর মাত্র কয়েকদিন পরেই মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মবার্ষিকী। এর মধ্যেই কয়েকদিন আগে লন্ডনের টাভিস্টক স্কয়ারে তাঁর একটি মূর্তি বিকৃত করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় হাইকমিশন। মূর্তিটির স্তম্ভটি গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই বিকৃত হওয়া মূর্তির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই আবহে ব্রিটেনে অবস্থিত ভারতীয় হাই কমিশন এই ঘটনাকে ‘অহিংসার ধারণার উপর হিংসাত্মক আক্রমণ’ বলে জানিয়েছে।

আরও পড়ুন-উৎসবের থিমে বাঙালি অস্মিতা: মণ্ডপের সামনেই পরিযায়ী শ্রমিকদের উপহার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ভারতীয় হাইকমিশন এই মর্মে জানিয়েছে যে গোটা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে এবং তারা মূর্তিটিকে তার ‘মূল মর্যাদায়’ ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে। ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে স্বীকৃত। লন্ডনে ভারতীয় হাই কমিশন এর তরফে এক্স পোস্টে লেখা হয়েছে, ”লন্ডনের টাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তি বিকৃত করার ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি কেবল মূর্তি বিকৃতির ঘটনা নয়, আন্তর্জাতিক অহিংসা দিবসের তিন দিন আগে অহিংসার ও মহাত্মার নীতির উপর এটি একটি হিংসাত্মক আক্রমণ। আমাদের দল ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। মূর্তিটি তার মূল মর্যাদায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

আরও পড়ুন-ভিড় কীভাবে টানতে হয়? জানালেন পুজো উদ্যোক্তারা

প্রসঙ্গত, ইন্ডিয়া লিগের সমর্থনে ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করা হয়েছিল এবং ১৯৬৮ সালে লন্ডনের টাভিস্টক স্কোয়ারে সেটি উন্মোচন করা হয়েছিল। মূর্তিটির শিলালিপিতে লেখা রয়েছে, ‘মহাত্মা গান্ধী, ১৮৬৯-১৯৪৮’।

 

Latest article