রাজশাহী : ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে নারী নির্যাতনের অভিযোগ আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। মহিলাদের উপরে নির্যাতন বন্ধ করতে যখন ব্যর্থতার অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে, ঠিক তখনই পুজোর থিমের মাধ্যমে এবারে ডাক দেওয়া হল নারী-নিরাপত্তা সুনিশ্চিত করার। রাজশাহীর শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণদেব বিগ্রহ মন্দিরে দুর্গাপুজো মণ্ডপে এবারে এটাই বিশেষত্ব। থিমের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে গণজাগরণের প্রয়াস।
আরও পড়ুন-যুব তৃণমূলের মানবিক উদ্যোগ
ছবি এবং স্লোগানের মাধ্যমে। লেখা রয়েছে, সুনিশ্চিত হোক নারী নিরাপত্তা, থেমে না যাক তাদের স্বপ্নযাত্রা। গ্রাম থেকে শহর প্রতিটি পথে, নিরাপদ চলুক নারী দিন-রাতে। রাজশাহী শহরের মালোপাড়ার এই দুর্গাপুজোয় এবারে এক ব্যতিক্রমী মাত্রা। নারীদের জীবন, সংগ্রাম এবং সম্মান নিয়ে দেওয়া হয়েছে শক্তিশালী সামাজিক বার্তা। জনমত গঠন করা হচ্ছে কন্যাভ্রূণ হত্যা, ইভটিজিং, বয়স্ক নারীকে উপেক্ষার বিরুদ্ধেও। তুলে ধরা হয়েছে নারীর একাকিত্বের যন্ত্রণা। উঠেছে স্লোগান, নিপীড়নের কষ্ট, বলতে পারি না স্পষ্ট।