‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
সন্ধ্যা
সন্ধানী-সন্ধানে রাত্রি লগনে
শয়নচারীর ঘরে
একা একা এল চুপে চুপে
কালো আঁধারকে ঘিরে,
চাইল অনেক, পেলও অনেক
বাড়ল কি তাতে মর্যাদা?
নাতিশীতোষ্ণ চৈত্র দুপুরে,
দুপুরে নামল সন্ধ্যা।