কিংবদন্তী ও জনপ্রিয় সঙ্গীত পরিচালক , সুরকার , গায়ক ও লোকসঙ্গীত শিল্পী শচীন দেববর্মণ- (Sachin Dev Burman) এর জন্মদিবস আজ। প্রায় একশো বছর পার করেও বাংলা গানের শ্রোতাদের কাছে তাঁর কালজয়ী গান একটুও লঘু হয়নি। শুধুমাত্র সঙ্গীতশিল্পী হিসাবে নয়, গীতিকার হিসাবেও তিনি বেশ জনপ্রিয়। তিনি বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের গুরুদায়িত্ব পালন করেছেন। তাঁর পুত্র রাহুল দেববর্মণ দেশজুড়ে স্বনামধন্য এক সঙ্গীতপরিচালক এবং সুরকার ছিলেন। পরবর্তীকালে তাঁর সহধর্মিনী মীরা দেববর্মণ গীতিকার হিসাবে সুনাম অর্জন করেন। শচীন দেববর্মণ-এর জন্মদিবস উপলক্ষে নিজের এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-মহানবমীতে নিজের গানের মধ্য দিয়ে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
তিনি লেখেন, ” বাংলা ও ভারতীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পী, সুরকার ও গায়ক শচীন দেববর্মণ-এর জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।”
প্রসঙ্গত, তাঁর জন্ম হয় কুমিল্লার ত্রিপুরা রাজবাড়িতে৷ তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। তিনি তাঁর বাবা নবদ্বীপচন্দ্র দেববর্মণের কাছে প্রথম সঙ্গীত শিক্ষা শুরু করেন। মা ছিলেন মণিপুর রাজবংশের মেয়ে নিরুপমা দেবী। ত্রিপুরার আগরতলায় কুমার বোর্ডিং স্কুলে শচীন দেব প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।
বাংলা ও ভারতীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পী, সুরকার ও গায়ক শচীন দেববর্মণ-এর জন্মদিবসে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা।
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2025