ব্রিটিশ সময়কালে একজন প্রবাদপ্রতিম চিকিৎসক এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন নীলরতন সরকার (Nilratan Sarkar)। তাঁর যশ ও কৃতিত্ব ইতিহাসের পাতায় আজও বিদ্যমান। কলকাতার প্রথম সারির হাসপাতালগুলির মধ্যে অন্যতম এনআরএস, তাঁর নামেই নামাঙ্কিত। আজ, ১ অক্টোবর নীলরতন সরকারের জন্মদিবস। আজ তাঁর জন্মদিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন-কিংবদন্তী সঙ্গীত পরিচালক শচীন দেববর্মণ-এর জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য
তিনি লিখেছেন, ”বাংলা তথা ভারতের চিকিৎসা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ডাক্তার নীলরতন সরকারের জন্মদিবসে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।”
আরও পড়ুন-ভূমিকম্পে বিপর্যস্ত ফিলিপিন্স, বাড়ছে মৃতের সংখ্যা
প্রসঙ্গত, ১৮৬১ খ্রিষ্টাব্দে ১ অক্টোবর নীলরতন সরকার দক্ষিণ ২৪ পরগনার নেতড়াতে জন্মগ্রহণ করেন। তাঁর আদি বাড়ি যশোরে। ১৮৭৬ খ্রিষ্টাব্দে জয়নগর থেকে এন্ট্রান্স ও ক্যাম্পবেল মেডিক্যাল স্কুল থেকে ডাক্তারি পাশ করেন। এরপর তিনি মেট্রোপলিটন কলজ থেকে এলএ ও বিএ পাশ করেন। ১৮৮৫ খ্রীষ্টাব্দে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন এবং ১৮৮৮ খ্রিষ্টাব্দে এমবি হন। তিনি খুব কম সময়েই চিকিৎসক হিসাবে খ্যাতি অর্জন করেন।
বাংলা তথা ভারতের চিকিৎসা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ডাক্তার নীলরতন সরকারের জন্মদিবসে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।
— Mamata Banerjee (@MamataOfficial) October 1, 2025