মহানবমীতে বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত চারদিক। সেই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের মানুষের শুভ কামনায় দিলেন পুজো।
নবমীর সন্ধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করেই কালীঘাটের মন্দিরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথা বলেন। মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে পুজো দেন। পুজো চলাকালীন নিজে হাতে কাঁসরও বাজান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-নীলরতন সরকারের জন্মদিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
দুর্গাপুজো যেমন বাঙালির কাছে মহা আনন্দযজ্ঞ, তেমনই এক পরম বিশ্বাসের জায়গা। নবমীর সকালেই সেই নির্মল আনন্দ সকলের সঙ্গে নিজের লেখা গান শেয়ার করে মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফের সন্ধ্যাতে সেই রাজ্যবাসীরই মঙ্গল কামনায় দিলেন কালীঘাট মন্দিরে পুজো।