গান্ধী জয়ন্তীতে স্মরণ মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Must read

২ অক্টোবর গান্ধী জয়ন্তী (gandhi jayanti)। দেশজুড়ে জাতির জনকের ১৫৬তম জন্মনবার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ শুধুমাত্র জাতীয় ছুটিই নয়, এই দিনটিকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধীজিকে স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন, “মহাত্মা গান্ধী আমাদের দেশের মহান নেতা, ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তাঁর অহিংসার বাণী, শান্তির বাণী, একতার বাণী, সম্প্রীতির বাণী চিরস্মরণীয়।
তাঁর যে প্রার্থনা ছিল, ‘ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সন্মতি দে ভগবান’, সেই কথা আজকের দিনে বিশেষভাবে স্মরণ করি ও সকলকে স্মরণ করতে অনুরোধ করি।”

আরও পড়ুন-কিংবদন্তী সঙ্গীত পরিচালক শচীন দেববর্মণ-এর জন্মদিবসে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

গান্ধীজির (gandhi jayanti) দর্শনের মূল বার্তা হল সত্য ও অহিংসার পথে চলা, সামাজিক সমতা ও অস্পৃশ্যতা দূরীকরণ, নারী-পুরুষের সমান অধিকার, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। এই দর্শন আজও প্রাসঙ্গিক, বিশেষ করে বৈষম্য, হিংসা এবং আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষিতে তো বটেই। এই দিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “অহিংসা, সত্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির তাঁর স্থায়ী নীতিগুলি বিশ্বজুড়ে ব্যক্তি এবং জাতির জন্য অনুপ্রেরণার এক গভীর উৎস হিসেবে রয়ে গিয়েছে।”

Latest article