প্রতিবেদন : এই না হলে ডবল ইঞ্জিন! বিজেপি রাজ্যে এমন বেহাল অবস্থা যে সামান্য বৃষ্টিতেই রাস্তায় বুক সমান জল। গাড়ি নিয়ে রাস্তায় আটকে হাবুডুবু খেলেন সওয়ারি এক বৃদ্ধ। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা বিজেপির ডবল ইঞ্জিনের অস্থিচর্মসার অবস্থা প্রকট করে দিয়েছে।
এক রাতে তিন ঘণ্টায় ৪০ বছরের সর্বোচ্চ বৃষ্টির পরও কলকাতার এমন বেহাল অবস্থা হয়নি। মাত্র একদিনেই সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। তারপরও বিজেপি-সহ বিরোধী দলগুলির কটাক্ষের শেষ নেই। এবার কী বলবে বিজেপি? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের মথুরার যে ছবি ধরা পড়েছে, তা তো ভয়ঙ্কর, ভয়াবহ। ভিডিও-য় দেখা যাচ্ছে বুক সমান জলে একটি গাড়ি ভেসে যাচ্ছে। সেখানে এক বৃদ্ধ বন্ধ গাড়িতে আটকে রয়েছেন। চিৎকার করছেন সাহায্য চেয়ে। শেষে কোনওক্রমে তাঁকে গাড়ি থেকে উদ্ধার করা হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে একহাত নিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। মনোজ এআইটিসির এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে লেখা হয়, না এটা কলকাতা নয়, বঙ্গবিজেপির তথাকথিত ‘সোনার উত্তরপ্রদেশ’! আর হ্যাঁ, এখানে ৩০০ মিমি বৃষ্টিও হয়নি। বিজেপির ডবল ইঞ্জিন ‘যোগী’ বলো নয়তো ‘ভোগী’ সরকারের মথুরার চিত্র। পুরো মথুরায় যেন মা যমুনা এসে হাজির হয়েছেন। এবার ট্রোল করবে না বিজেপি!
আরও পড়ুন-দিনের কবিতা
ভোট এলেই বিজেপির বড়, মেজ, ছোট সব নেতা-নেত্রীদেরই একই বুলি, ক্ষমতায় এলে তাঁরা ‘সোনার বাংলা’ গড়ে দেবেন। অথচ এতদিন ধরে যে উত্তরপ্রদেশে ক্ষমতায়, সেখানে এখনও ‘সোনার উত্তরপ্রদেশ’ গড়তে পারেনি বিজেপি। সোশ্যাল মিডিয়ার এই ছবিই তার প্রকৃত উদাহরণ। বিজেপি যেখানে দশকের পর দশক ক্ষমতায় থেকেও সোনার রাজ্য গড়তে পারল না। আবার তারা কি না এ-রাজ্যে ক্ষমতা দখল করে সোনার বাংলা গড়বে!