জয়পুর : দশেরার আনন্দের মুখেই শিল্পীদের মুখে বিষাদের ছায়া। রাবণ বধের আগেই প্রবল বর্ষণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল রংবেরঙের অজস্র রাবণের কুশপুতুল। মঙ্গলবার সকাল থেকে একটানা বৃষ্টিতে ভেঙে পড়ল জয়পুর শহরের অন্তত ২৫টি কুশপুতুলের দোকান। প্রতিটি দোকানে শুধুমাত্র লক্ষাধিক টাকার ক্ষতিই হয়নি, ধ্বংস হয়ে গেল প্রায় মাসতিনেকের একাগ্রতায় ফুটিয়ে তোলা নিখুঁত শিল্পনৈপুণ্যও। নিঃস্ব হয়ে গেলেন অজস্র শিল্পী। একটু লাভের আশায় শেষ সম্বলটুকুও বিনিয়োগ করেছিলেন শতাধিক শিল্পী।
এখন কীভাবে পেট চলবে তাঁদের, সেই চিন্তাতেই দিশাহারা। সবচেয়ে আশ্চর্যের কথা, উৎসবের মাঝে এই নিঃস্ব শিল্পীদের দিকে তাকানোর প্রয়োজন পর্যন্ত মনে করেনি রাজস্থানের বিজেপি সরকার। আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তো দূরের কথা। সারাবছর চাষবাস কিংবা দিনমজুরের কাজ করে জমানো পুঁজি এই শিল্পে তাঁরা ব্যয় করেন বলে জানালেন কয়েকজন শিল্পী। রঙিন কাপড় আর কাগজের তৈরি অত্যন্ত আকর্ষণীয় রাবণের কুশপুতুল কিনতে এখানে প্রতিবছর ভিড় জমান কাছে-দূরের বহু মানুষ। কিন্তু এবারে প্রকৃতির খেয়ালে দশেরার মুখেই সব শেষ।