স্ট্যালিনের বাড়িতে বোমা হামলার হুমকি

তামিলনাড়ুর (Tamil Nadu)মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে ফের বোমা হামলার হুমকির অভিযোগ ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

Must read

তামিলনাড়ুর (Tamil Nadu)মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে ফের বোমা হামলার হুমকির অভিযোগ ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। এছাড়াও চেন্নাইয়ে তামিলনাড়ুর বিজেপির প্রধান কার্যালয়ে এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষার বাড়িতেও বোমা হামলা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। হুমকির খবর পেয়ে ইতিমধ্যেই পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-ভারতের কনিষ্ঠতম বিলিয়নেয়ার, অরবিন্দ শ্রীনিবাস

প্রসঙ্গত, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিনে পতাকা উত্তোলনের সময়ও বোমা হামলার হুমকি পেয়েছিলেন স্ট্যালিন। তদন্তের ভিত্তিতে গনেশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জুলাই মাসেও স্ট্যালিনের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ২০২৪ সালে, স্ট্যালিনের সান ফ্রান্সিসকোগামী বিমানটিকে লক্ষ্য করে একটি বোমা হুমকি ইমেল পাঠানো হয়। এর ফলে চেন্নাই বিমানবন্দরে রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর সেই হুমকিকে ভুয়ো বলে জানানো হয়।

 

Latest article