লাগাতার বৃষ্টি তার মধ্যে বাঙালির দুর্গোৎসব হয়ে গেল রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে রাজ্যকে না জানিয়ে অতিরিক্ত জল ছাড়ার জন্য ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee- DVC)। এক্স হ্যান্ডেলে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (Mamata banerjee- DVC) জানিয়েছেন, “বিজয়া দশমী মানেই দুর্গাপুজোর সমাপ্তি- আনন্দ, উল্লাস এবং নতুন আশা। এরমধ্যে পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার পরিবর্তে, ডিভিসি রাজ্যকে কোনও আগাম নোটিশ ছাড়াই ৬৫,০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছে। এই বেপরোয়া কাজটি আমাদের উৎসবগুলিতে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়।”
আরও পড়ুন-ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনীর আয়োজন তৃণমূলের
দামোদর ভ্যালি কর্পোরেশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রীর সংযোজন,”এই ধরণের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিয়ে, বাংলার লক্ষ লক্ষ জীবনকে আচমকাই বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা,”আমি কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সত্য মিথ্যার উপর জয়লাভ করবে এবং শুভ ইচ্ছা অশুভের উপর জয়লাভ করবে।
জয় মা দুর্গা!”