পুজোর শহরে হেলমেট ছাড়া বেপরোয়া বাইক, কড়া ব্যবস্থা পুলিশের

Must read

প্রতিবেদন: অন্যবারের মতো এবারও পুজোর (Durga puja- Police) ক’টা দিন শহরের রাজপথে একই ছবি। হেলমেট ছাড়াই দাপিয়ে বেড়াল বাইকবাহিনী। কেউ কেউ আবার মদ্যপ অবস্থায়। ট্রাফিক আইনকে ‘ডোন্ট কেয়ার’। দু’জনের জায়গায় তিন, কখনও চার সওয়ারি। কিন্তু আগাগোড়া সতর্ক ছিল পুলিশ, প্রশাসন। দেখলেই কড়া হাতে ব্যবস্থা নিয়েছে তারা। তথ্য বলছে, চতুর্থী (Durga puja- Police) থেকে অষ্টমী, শহরে ট্র্যাফিক আইন ভাঙার দায়ে জরিমানা করা হয়েছে মোট ৬ হাজার ২৮৪ জনকে। বাইকে নিয়ম ভেঙে ট্রিপল রাইডিংয়ের কেস হয়েছে ১২৪০টি। হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরিয়ে জরিমানার মুখে পড়েছে ৩২৩১ জন। সঙ্গে বেপরোয়া বাইক চালানো ও মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগও রয়েছে। বেপরোয়াভাবে বাইক চালানোর অভিযোগে কেস দেওয়া হয়েছে ৫৬৮ জনকে। মদ্যপ অবস্থায় চালানোর অভিযোগ ৫০৪ জনের বিরুদ্ধে কেস হয়েছে। এছড়াও উশৃঙ্খল আচরণের অভিযোগে গ্রেফতার হয়েছেন ৩৪৮ জন।

আরও পড়ুন-শিলিগুড়িতে কার্নিভালে মাতবে শহর, অংশ নিচ্ছে ১২টি পুজো কমিটি

Latest article